গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ পুলিশ, পুলিশ সুপারের কার্যালয়, লক্ষ্মীপুর সম্প্রতি বিভিন্ন শূন্য পদ পূরণের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট পদের নাম বা পদসংখ্যা উল্লেখ করা হয়নি, তবে প্রচলিত নিয়োগ বিধি ও শর্তানুযায়ী যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
বয়সসীমা: ০২ ডিসেম্বর, ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা, বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গসহ সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর প্রযোজ্য।
আবেদনের প্রক্রিয়া:
- আগ্রহী প্রার্থীদের লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- অত্র অফিসের নির্ধারিত আবেদন ফরমটি লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ের ওয়েবসাইট (policelaxmipur-bd.gov.bd) থেকে ডাউনলোড করে স্ব-হস্তে পূরণ করতে হবে।
- আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদপত্র, সরকারি প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত কম্পিউটার প্রশিক্ষণ/টাইপ প্রশিক্ষণ সনদ, ৪ কপি সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি, নাগরিকত্ব সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্মনিবন্ধন সনদপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। সকল সত্যায়ন ১ম শ্রেণির সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সম্পন্ন হতে হবে।
- পুলিশ সুপার, লক্ষ্মীপুর এর অনুকূলে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে ১০০/- (একশত) টাকা (অফেরৎযোগ্য) কোড নং-১৪২২৩২৬ (পরীক্ষা ফি) এ অটোমেটেড চালানে সরকারি কোষাগারে জমা করে চালানের মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।
- পদের নাম ও প্রার্থীর নাম ঠিকানা উল্লেখপূর্বক ১০/- (দশ) টাকার টিকেট লাগানো একটি ১০/৪.৫ ইঞ্চি সাইজের ফেরত খাম আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।
- আবেদনপত্র কেবলমাত্র ডাকযোগে 'পুলিশ সুপার, লক্ষ্মীপুর' বরাবরে প্রেরণ করতে হবে। হাতে হাতে বা সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর, ২০২৫ (অফিস চলাকালীন সময়)।
পরীক্ষার তারিখ ও স্থান: বর্ণিত পদের উপযুক্ত প্রার্থীদের লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রার্থীদের দাখিলকৃত কাগজপত্র যাচাই-বাছাই শেষে প্রবেশপত্রের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
সূত্রঃ প্রথম আলো-০৩-১২-২০২৫ তারিখ
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ