শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে দৈনিক মজুরি ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।
পদের নাম ও সংখ্যা:
- পরিচ্ছন্নতাকর্মী: ০৪ (চার) টি পদ।
- দৈনিক মজুরি: ৮০০/- (আটশত টাকা)।
বয়সসীমা:
- আবেদন দাখিলের শেষ তারিখে (০৪ ডিসেম্বর ২০২৫) আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৫৮ বছর হতে হবে।
আবেদনের প্রক্রিয়া:
- আগ্রহী প্রার্থীকে আবেদনপত্রে পদের নাম, প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর ইত্যাদি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
- আবেদনের সাথে সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং বয়সের প্রমাণস্বরূপ জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের কপি সংযুক্ত করতে হবে।
- আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি সিনিয়র সহকারী সচিব (সেবা), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর পৌঁছাতে হবে।
আবেদনের শেষ তারিখ:
- আগামী ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকেল ০৪:০০ টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ