আনসার-ভিডিপি কো-অপারেটিভ সোসাইটি (আভিকো) লিঃ তাদের ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থ বছরের (০২ বছর) হিসাব নিরীক্ষার জন্য আইসিএবি-এর সদস্যভুক্ত খ্যাতনামা ও অভিজ্ঞতা সম্পন্ন অডিট ফার্ম থেকে আবেদন আহ্বান করেছে। আগ্রহী অডিট ফার্মসমূহকে সীলমোহরকৃত দরখাস্ত দাখিল করতে হবে।
আবেদনের সাথে যে সকল তথ্য জমা দিতে হবে:
আবেদনপত্র দাখিলের স্থান: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাও, ঢাকার ডিপিসি ভান্ডারে রক্ষিত দরপত্র বাক্স।
আবেদনের শেষ তারিখ ও সময়: ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ, সকাল ১১:৩০ ঘটিকার মধ্যে।
দরপত্র খোলার তারিখ ও সময়: ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ, সকাল ১১:৪৫ ঘটিকায় (আবেদনকারীদের উপস্থিতিতে)।
বিস্তারিত তথ্য ও দরপত্র তফসিল সংগ্রহ: আগামী ০৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে ওয়েলফেয়ার শাখা থেকে নিজস্ব প্যাডে আবেদন করে বিস্তারিত তথ্য ও দরপত্র তফসিল সংগ্রহ করা যাবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ