সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) তাদের নিম্নোক্ত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করেছে:

  • সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (হিসাব) (চুক্তিভিত্তিক)
  • সিনিয়র অফিসার (প্রকৌশলী: সিভিল)
  • অফিসার (প্রকৌশলী: ইলেকট্রিক্যাল)

পদসমূহের বিস্তারিত বিবরণ:

  • সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (হিসাব): হিসাব বিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ CA/CMA ডিগ্রি। সরকারী/আধা-সরকারী/বেসরকারী/স্বায়ত্তশাসিত/সেবাদানকারী প্রতিষ্ঠানে ম্যানেজার/সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পদে কমপক্ষে ০৩ বছরের অভিজ্ঞতাসহ সর্বনিস্ন ১০ বছরের চাকরির অভিজ্ঞতা এবং ERP/DBMS এ প্রায়োগিক অভিজ্ঞতা।
  • সিনিয়র অফিসার (প্রকৌশলী: সিভিল): সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং স্বনামধন্য প্রতিষ্ঠানে ০২ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা। AutoCAD, ETABS সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
  • অফিসার (প্রকৌশলী: ইলেকট্রিক্যাল): সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাসহ ০৪ বছরের স্নাতক ডিগ্রি। AutoCAD, ETABS সম্পর্কে জ্ঞান এবং চালানোর সক্ষমতা থাকতে হবে।

বয়স সংক্রান্ত তথ্য (২১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত):

  • সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (হিসাব): সর্বনিম্ন ৪০ বছর - সর্বোচ্চ ৫০ বছর।
  • সিনিয়র অফিসার (প্রকৌশলী: সিভিল): সর্বোচ্চ ৩৫ বছর।
  • অফিসার (প্রকৌশলী: ইলেকট্রিক্যাল): সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের বিআইবিএম এর ওয়েবসাইট (bibm.org.bd) থেকে কর্মকর্তা নিয়োগের নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। পূরণকৃত আবেদনপত্র সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, মার্কশীট, অভিজ্ঞতার সনদপত্র (সত্যায়িত), জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, চারিত্রিক সনদপত্র, ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং বিআইবিএম এর অনুকূলে ৬০০/- টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফ্ট/পে-অর্ডার সহ সরাসরি বা ডাকযোগে দাখিল করতে হবে। খামের উপর আবশ্যিকভাবে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ:

আবেদনকারীর স্বাক্ষরকৃত আবেদন পত্র আগামী ২১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে আবশ্যিকভাবে বিআইবিএম এর মহা' দপ্তরে পৌঁছাতে হবে।

সূত্রঃ প্রথম আলো-০১-১২-২০২৫ তারিখ 


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ