সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক ও জুনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।

লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ মোট ৩০ (ত্রিশ) জন প্রার্থীকে মেধাভিত্তিক বিবেচনা করে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।

নির্বাচিত প্রার্থীগণের অনুকূলে নিয়োগপত্র আগামী ০৪ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবারের মধ্যে রেজিস্টার্ড ডাকযোগে স্থায়ী ও বর্তমান ঠিকানায় প্রেরণ করা হবে। উক্ত সময়ের মধ্যে নিয়োগপত্র প্রাপ্ত না হলে, আগামী ৭ ডিসেম্বর ২০২৫ রবিবার সকাল ১০.০০ টা হতে বিকাল ৩.০০ টার মধ্যে এসএমই ফাউন্ডেশন কার্যালয় হতে নিয়োগপত্রের কপি সংগ্রহ করা যাবে।

নিয়োগপত্রে উল্লিখিত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে আগামী ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার বিকাল ৪.০০ টার মধ্যে ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত সম্মতিপত্র দাখিল করতে হবে।

সহকারী ব্যবস্থাপক ও জুনিয়র অফিসার পদে নির্বাচিত প্রার্থীগণকে আগামী ২১ ডিসেম্বর ২০২৫ রবিবার এবং উপব্যবস্থাপক পদে নির্বাচিত প্রার্থীগণকে আগামী ১ জানুয়ারি ২০২৬ বুধবার পূর্বাহ্ন এসএমই ফাউন্ডেশনে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে হবে। উক্ত সময়সীমার মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে, নিয়োগপত্র বাতিল বলে বিবেচিত হবে।

সরকারী-বেসরকারী সংস্থায় কর্মরত প্রার্থীগণকে সংশ্লিষ্ট সংস্থা হতে ছাড়পত্র কিংবা পদত্যাগের স্বপক্ষে ডকুমেন্টস যোগদানের সময়ে দাখিল করতে হবে। যোগদানের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল কপি প্রদর্শন করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ