এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক ও জুনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ৩০ (ত্রিশ) জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের অনুকূলে ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে রেজিস্টার্ড ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হবে। যদি উক্ত সময়ের মধ্যে নিয়োগপত্র না পাওয়া যায়, তবে ০৭ ডিসেম্বর ২০২৫ রবিবার সকাল ১০:০০টা থেকে বিকাল ৩:০০টার মধ্যে এসএমই ফাউন্ডেশন কার্যালয় থেকে নিয়োগপত্রের কপি সংগ্রহ করা যাবে।
নির্বাচিত প্রার্থীগণকে ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার বিকাল ৪:০০ টার মধ্যে ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত সম্মতিপত্র দাখিল করতে হবে।
সহকারী ব্যবস্থাপক ও জুনিয়র অফিসার পদে নির্বাচিত প্রার্থীগণকে ২১ ডিসেম্বর ২০২৫ রবিবার এবং উপব্যবস্থাপক পদে নির্বাচিত প্রার্থীগণকে ০১ জানুয়ারি ২০২৬ বুধবার পূর্বাহ্ন এসএমই ফাউন্ডেশনে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
সরকারি-বেসরকারি সংস্থায় কর্মরত প্রার্থীদের যোগদানের সময় সংশ্লিষ্ট সংস্থা থেকে ছাড়পত্র অথবা পদত্যাগের ডকুমেন্ট দাখিল করতে হবে। এছাড়াও, যোগদানের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল কপি প্রদর্শন করতে হবে। কোনো ভুল বা অসত্য তথ্য প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ