নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসে কাউন্সেলর (মেরিটাইম এ্যাফেয়ার্স) পদে কর্মকর্তা নিয়োগের জন্য পুন:বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
- কাউন্সেলর (মেরিটাইম এ্যাফেয়ার্স) - ০১ টি
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- জাতীয় বেতন স্কেলের ৫ম গ্রেডভুক্ত অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্য হতে বদলীর মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।
- সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রীধারীরা অগ্রাধিকার পাবেন।
- বেসরকারি বিশ্ববিদ্যালয় অথবা বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত উচ্চ শিক্ষার ক্ষেত্রে সমতাকরণ সংক্রান্ত প্রত্যয়ন দাখিল করতে হবে।
আবেদনের প্রক্রিয়া:
- যোগ্য ও আগ্রহী কর্মকর্তাগণ সংযুক্ত জীবন বৃত্তান্ত ছক পূরণ করে স্ব স্ব অধিদপ্তর/সংস্থার যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন।
- আবেদনপত্র সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০ বরাবর পাঠাতে হবে।
- আবেদনপত্র ব্যক্তিগতভাবে বা ডাকযোগে উপসচিব (জাহাজ) শাখা, বিল্ডিং নং-৬, কক্ষ নং-৮০৪-এর নিকট পৌঁছাতে হবে।
- আবেদনের সাথে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ছায়ালিপি এবং ২ (দুই) কপি সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে।
বিশেষ শর্তাবলী:
- ১লা জানুয়ারি ১৯৯২ তারিখের পর জন্মগ্রহণকারী সন্তানের সংখ্যা দুই এর অধিক হলে আবেদন করা যাবে না।
- যাদের সরকারি চাকরির অবশিষ্ট মেয়াদ আবেদন গ্রহণের শেষ তারিখ হতে ৪ (চার) বছরের কম রয়েছে, তারা আবেদনের যোগ্য নন।
- যারা ইতোপূর্বে প্রেষণে বা সরকারি পদে বিদেশে চাকরি করেছেন, চাকরি শেষে দেশে প্রত্যাবর্তনের ৩ (তিন) বছরের মধ্যে তারা আবেদন করতে পারবেন না।
- যারা ইতিপূর্বে এই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
আবেদনের শেষ তারিখ:
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ