বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) জানিয়েছে যে, ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৭শে নভেম্বর, ২০২৫ থেকেই শুরু হবে। কতিপয় প্রার্থীর পরীক্ষা পেছানোর আন্দোলন ও আবেদন-নিবেদন সত্ত্বেও কমিশন এই সিদ্ধান্ত বজায় রেখেছে।
কমিশন গত ৩রা জুন, ২০২৫ তারিখে নোটিশের মাধ্যমে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ জানিয়েছিল, যা প্রায় ছয় মাস আগে। এই বিসিএস এর বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল ২০২৪ সালের নভেম্বর মাসে এবং প্রার্থীগণ ডিসেম্বর-জানুয়ারী মাসে আবেদন করেন। গত ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ১০,৬৪৪ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
কমিশন উল্লেখ করেছে যে, বিসিএস পরীক্ষার প্রস্তুতি একটি প্রার্থীর সামগ্রিক শিক্ষা জীবনের সাথে জড়িত এবং এটি পরীক্ষার ২/৪ মাসের প্রস্তুতি নয়। পরীক্ষা পেছানো হলে কমিশনের ঘোষিত রোডম্যাপ ব্যাহত হবে। তাই, সকল প্রার্থীর প্রতি অনুরোধ, তাঁরা যেন ঘোষিত সময়সূচি মোতাবেক ২৭শে নভেম্বর, ২০২৫ থেকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ