জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণা এর রাজস্ব প্রশাসন ও এর অধীন ভূমি অফিসসমূহে অফিস সহায়ক পদে ৪৩৯ জন এবং নিরাপত্তা প্রহরী পদে ০৬ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। সর্বমোট ৪৪৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
মৌখিক পরীক্ষা ২৩ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ ও ২৪ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণা-তে অনুষ্ঠিত হবে।
সময়সূচি:
২৩ নভেম্বর ২০২৫: সকাল ০৯:০০টা থেকে দুপুর ০১:০০টা এবং দুপুর ০২:০০টা থেকে বিকাল ০৫:০০টা পর্যন্ত।
২৪ নভেম্বর ২০২৫: সকাল ০৯:০০টা থেকে দুপুর ০১:০০টা পর্যন্ত।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষার প্রবেশ পত্রের রঙিন কপি, শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, নাগরিকত্বের সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের (যেমন: কোটার ক্ষেত্রে প্রমাণপত্র, অভিজ্ঞতার সনদ ইত্যাদি) মূল কপি ও সকল সনদের এক সেট সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ