পেট্রোবাংলা ও এর আওতাধীন কোম্পানিসমূহের কেন্দ্রীয় নিয়োগের আওতায় মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড (এমজিএমসিএল) এর ৯ম গ্রেডে সহকারী প্রকৌশলী/সহকারী ব্যবস্থাপক/সমমান এবং ১০ম গ্রেডে সহকারী কর্মকর্তা/সমমান পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।
নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে তাদের স্থায়ী ও বর্তমান ঠিকানায় রেজিস্ট্রিকৃত ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হবে। কোনো প্রার্থী নিজ ঠিকানায় তার নিয়োগপত্র না পেলে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড (এমজিএমসিএল) এর প্রধান কার্যালয়, পার্বতীপুর, দিনাজপুর-এর প্রশাসন বিভাগ হতে নিয়োগপত্র সংগ্রহ করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীদের ২৩-১১-২০২৫ তারিখ পূর্বাহ্নে নিম্নলিখিত কাগজপত্র সহ সশরীরে কাজে যোগদান করতে হবে:
যোগদানের স্থান: মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড (এমজিএমসিএল), প্রধান কার্যালয়, মধ্যপাড়া (ভায়া-ফুলবাড়ী), পার্বতীপুর, দিনাজপুর।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ