প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০১৬ সালের আবেদনকারীদের জন্য একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সহকারী লাইব্রেরিয়ান-কাম-ক্যাটালগার, উচ্চমান সহকারী-কাম-হিসাবরক্ষক, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে নিয়োগের জন্য ২০১৬ সালে যারা আবেদন করেছিলেন, তাদের সম্প্রতি তোলা রঙ্গিন ছবি ও স্বাক্ষর অনলাইনে আপলোড করতে হবে।
সকল আবেদনকারীকে আগামী ১৯ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে তাদের রঙ্গিন ছবি ও স্বাক্ষর আপলোড করার জন্য অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ছবি ও স্বাক্ষর আপলোড না করলে প্রবেশপত্র ইস্যু করা সম্ভব হবে না।
যদি কোনো প্রার্থী তাদের পাসওয়ার্ড অথবা ইউজার আইডি ভুলে যান, তবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে তা পুনরুদ্ধার করতে পারবেন। ২০১৬ সালে আবেদনের সময় দেওয়া তথ্য ব্যবহার করেই ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ