তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক বিদেশে বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে ০২ (দুই) জন কর্মকর্তার নিয়োগ আদেশ জারি করা হয়েছে। এই আদেশ অনুযায়ী, প্রথম সচিব (প্রেস) পদে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়া এবং কন্স্যুলেট জেনারেল অফিস অব বাংলাদেশ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত মিশনে কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
এই নিয়োগের মেয়াদ হবে ০৪ (চার) বছর। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদ্বয় হলেন: জনাব মোঃ জিয়াউল হক মীর (সিনিয়র সহকারী সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ) এবং জনাব মোঃ তরিকুল ইসলাম (সিনিয়র সহকারী সচিব ও প্রশাসকের একান্ত সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন)। তাঁদের চাকরি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ন্যস্ত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ