গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা অধিদপ্তর সম্প্রতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরির পদে মোট ৬৩ জন কর্মী নিয়োগ দেওয়া হবে।
পদের নাম ও সংখ্যা:
১. ফার্মাসিস্ট: ০২টি
২. হিসাব রক্ষক: ০৪টি
৩. উচ্চমান সহকারী: ০৪টি
৪. ইউডিএ কাম ডাটা প্রসেসর: ০১টি
৫. হিসাব রক্ষক: ০১টি
৬. কোষাধ্যক্ষ: ০৫টি
৭. সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: ০৫টি
৮. লাইব্রেরিয়ান: ০৪টি
৯. কম্পাউন্ডার: ০৪টি
১০. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৭টি
১১. স্টোর কিপার (সার্ভে): ০১টি
১২. ডাটা প্রসেসর: ২৯টি
১৩. এলডিএ কাম-ডাটা প্রসেসর: ০৩টি
১৪. হিসাব সহকারী: ০৯টি
১৫. এল,ডি,এ কাম ক্যাশিয়ার: ০১টি
১৬. এলডিএ কাম-টাইপিস্ট: ০১টি
১৭. সহকারী লাইব্রেরিয়ান-কাম-ক্যাটালগার: ১১টি
১৮. ক্যাশ সরকার: ০২টি
১৯. স্কিল্ডম্যান: ০৮টি
২০. অফিস সহায়ক: ৯৬টি
সর্বমোট: ২১৮টি
এছাড়াও এলডিএ কাম-ডাটা প্রসেসর, এল.ডি.এ কাম ক্যাশিয়ার, ক্যাশ সরকার সহ আরও কিছু পদের জন্য নিয়োগ দেওয়া হবে, যার সংখ্যা ও পদের নাম বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বয়সসীমা:
০১/১১/২০২৫ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে, সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং এলডিএ কাম-টাইপিস্ট পদে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dte.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
পরীক্ষার তথ্য:
লিখিত পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dte.gov.bd) এবং যোগ্য প্রার্থীদের মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ