ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর (ডুয়েট) সম্প্রতি তাদের বিভিন্ন দপ্তরে ৩৫টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই সুযোগটি গ্রহণ করতে পারেন।
পদসমূহ ও পদসংখ্যা:
- অধ্যাপক: ০২টি (পুরকৌশল বিভাগ-১, যন্ত্রকৌশল বিভাগ-১)
- প্রভাষক: ০৯টি (পুরকৌশল, তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল, যন্ত্রকৌশল, ম্যাটেরিয়ালস্ এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইনস্টিটিউট ও সেন্টারসমূহে)
- পরিকল্পনা ও উন্নয়ন কর্মকর্তা: ০১টি
- পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অফিসের পদ (ক্রমিক নং-০৭): ০১টি
- এসিসটেন্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার: ০১টি
- সেকশন অফিসার: ০১টি
- সহকারী টেকনিক্যাল অফিসার: ০১টি
- ক্যাশিয়ার: ০১টি
- সিনিয়র অফিস এ্যসিসটেন্ট কাম কম্পিউটার অপারেটর: ০২টি
- ল্যাব এ্যাসিস্টেন্ট (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং): ০১টি
- অফিস এ্যসিসটেন্ট কাম কম্পিউটার অপারেটর: ০১টি
- প্লাদঘার: ০১টি
- ইলেকট্রিশিয়ান: ০১টি
- গাড়ীচালক: ০১টি
- নিরাপত্তা প্রহরী: ০৬টি
- অফিস সহায়ক: ০১টি
- পরিচ্ছন্নতা কর্মী: ০৩টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন। বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তি দেখুন।
বয়সসীমা: ক্রমিক নং- ০৬ থেকে ২০ পর্যন্ত পদের জন্য আবেদনকারীর বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। অন্যান্য পদের জন্য বয়সসীমার বিষয়ে বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তি দেখুন।
আবেদন প্রক্রিয়া:
- আগ্রহী প্রার্থীদের ডুয়েটের নিয়োগ ওয়েবসাইট-এ প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।
- ক্রমিক নং- ০১ এ বর্ণিত অধ্যাপক পদের জন্য অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর, প্রিন্ট করা আবেদনপত্রের ১০ সেট কপি, ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ সকল সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টের হার্ড কপি ডাকযোগে অথবা সরাসরি রেজিস্ট্রার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর অফিসে ০২ ডিসেম্বর, ২০২৫ তারিখ মঙ্গলবার বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে পৌঁছাতে হবে।
- ক্রমিক নং- ০২ থেকে ১৮ পর্যন্ত বর্ণিত পদসমূহের জন্য অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর, সকল সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টের সফট কপি একত্রে একটি .zip ফাইল করে recruitment@duet.ac.bd ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের সাবজেক্টে Application ID ও পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদন ফি:
- ক্রমিক নং- ০১ থেকে ১০ পর্যন্ত পদের জন্য: ২০০/- টাকা
- ক্রমিক নং- ১১ পদের জন্য: ১৫০/- টাকা
- ক্রমিক নং- ১২ থেকে ১৬ পর্যন্ত পদের জন্য: ১০০/- টাকা
- ক্রমিক নং- ১৭ থেকে ২০ পর্যন্ত পদের জন্য: ৫০/- টাকা
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ০২ ডিসেম্বর, ২০২৫ তারিখ রাত ১১:৫৯ মিনিট।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ