সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, পিরোজপুর সম্প্রতি বিভিন্ন পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা:

  • গণিত শিক্ষক: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিতসহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি/সমমান।
  • বিজ্ঞান শিক্ষক: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান/রসায়নসহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি/সমমান।
  • আইসিটি শিক্ষক: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান/আইসিটি বিষয়সহ স্নাতক ডিগ্রি/সমমান অথবা স্নাতক ডিগ্রিসহ বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে ০১ (এক) বছর মেয়াদী অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি।
  • অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড হতে ০৩ (তিন) বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি অথবা স্নাতক ডিগ্রিসহ বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে ০১ (এক) বছর মেয়াদী অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি। এই পদের জন্য মূল বেতন ১০,০০০/- (দশ হাজার) টাকা

সকল পদের জন্য প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়।

বয়স সংক্রান্ত তথ্য: বিজ্ঞপ্তিতে বয়স সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

আবেদনের প্রক্রিয়া:

  • আগ্রহী প্রার্থীকে নির্ধারিত আবেদন ফরম (যা জেলা প্রশাসক, পিরোজপুর এর ওয়েবসাইট dcpirojpur.gov.bd এ পাওয়া যাবে) স্বহস্তে পূরণপূর্বক স্বাক্ষরকারীর বরাবর আবেদন করতে হবে।
  • আবেদনপত্রের সাথে সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।
  • সকল পদের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা মূল্যের অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট (রূপালী ব্যাংক লিমিটেড, পিরোজপুর কর্পোরেট শাখায় “সভাপতি, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ পিরোজপুর” এর অনুকূলে) আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।
  • আবেদনপত্র সভাপতি, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, পিরোজপুর বরাবর ডাকযোগে/সরাসরি পৌঁছাতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০/১১/২০২৫ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন বিকেল ০৫:০০ মিনিটের মধ্যে। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: পরবর্তীতে পত্র যোগে/মোবাইল এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানানো হবে। আবেদনপত্রে অবশ্যই বৈধ মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ