শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রকাশিত একাধিক স্মারকে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি প্রদান করা হয়েছে।
এই অনুমতিপত্রগুলো মূলত ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষা, ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এবং ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রযোজ্য। অনুমোদিত পদগুলোর মধ্যে রয়েছে সহকারী প্রকৌশলী, সহকারী পরিচালক (দুর্নীতি দমন কমিশন), সহকারী ব্যবস্থাপক (বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড) ইত্যাদি।
এই বিজ্ঞপ্তিতে বর্ণিত শিক্ষক ও কর্মকর্তারা তাদের স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে অনুমোদন সাপেক্ষে উল্লিখিত পরীক্ষাগুলোতে অংশ নিতে পারবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ