পেট্রোবাংলা ও এর আওতাধীন কোম্পানিসমূহের কেন্দ্রীয় নিয়োগ প্রক্রিয়ায় মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের (এমজিএমসিএল) জন্য সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা গ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
নিম্নোক্ত পদসমূহের জন্য মনোনীত প্রার্থীগণকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে:
প্রার্থীদের নিজ খরচে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বীকৃত যে কোনো হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টার/ল্যাবরেটরি থেকে প্রয়োজনীয় সকল মেডিক্যাল টেস্ট সম্পন্ন করতে হবে। তবে, বিজ্ঞপ্তি অনুযায়ী ১১ নম্বর টেস্টটি অবশ্যই সরকারি হাসপাতাল থেকে সম্পাদন করতে হবে।
স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আগামী ১১-১১-২০২৫ তারিখ, মঙ্গলবার, সকাল ৯:০০ টা হতে বিকাল ০৩:০০ টা পর্যন্ত এমজিএমসিএল এর প্রধান কার্যালয়, মধ্যপাড়া, পার্বতীপুর, দিনাজপুর-এ স্ব-শরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ