সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর সম্পূরক ফলাফল এবং ১৬৮১টি ক্যাডার পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের সাময়িক সুপারিশ প্রকাশ করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারি করা বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪ এর সংশোধিত বিধি ১৭ মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী ফলাফলে ক্যাডার পদে সাময়িকভাবে মনোনীত ৩০৩ জন প্রার্থীর মধ্যে ২৬০ জনকে নিয়োগের সুপারিশ থেকে বিরত থাকা, ৪৩ জন প্রার্থীকে তাদের পছন্দক্রমের উপরের পদে সাময়িক মনোনয়ন এবং উদ্ভূত শূন্যপদ পূরণের জন্য মেধাক্রম অনুসারে ২৫৭ জন নতুন প্রার্থীকে নির্বাচন ও মনোনয়ন করা হয়েছে। একই সাথে, ১১৩ জন প্রার্থীর ক্যাডার পদের পূর্বের সুপারিশ পরিবর্তিত হয়ে তাদের পছন্দক্রমের উপরের পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়াও, বিএড/এমএড সনদ না থাকায় প্রভাষক, টিচার্স ট্রেনিং কলেজ পদে ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এই সুপারিশকৃত পদগুলো হলো: বি.সি.এস. (প্রশাসন), বি.সি.এস. (পররাষ্ট্র বিষয়ক), বি.সি.এস. (পুলিশ), বি.সি.এস. (আনসার), বি.সি.এস. (নিরীক্ষা ও হিসাব), বি.সি.এস. (কর), বি.সি.এস. (সমবায়), বি.সি.এস. (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক), বি.সি.এস. (তথ্য), বি.সি.এস. (ডাক), বি.সি.এস. (বাণিজ্য), বি.সি.এস. (পরিবার পরিকল্পনা), বি.সি.এস. (খাদ্য) সহ বিভিন্ন সাধারণ ক্যাডারসমূহ। এছাড়াও, বি.সি.এস. (রেলওয়ে প্রকৌশল), বি.সি.এস. (তথ্য), বি.সি.এস. (বন), বি.সি.এস. (সড়ক ও জনপথ), বি.সি.এস. (মৎস্য), বি.সি.এস. (পশুসম্পদ), বি.সি.এস. (কৃষি), বি.সি.এস. (স্বাস্থ্য), বি.সি.এস. (গণপূর্ত) এর বিভিন্ন প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার এবং সরকারি সাধারণ কলেজ, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও পলিটেকনিক ইন্সটিটিউট, গ্রাফিক আর্টস ইন্সটিটিউট, বাংলাদেশ সার্ভে ইন্সটিটিউট, গ্লাস এন্ড সিরামিক ইন্সটিটিউট এর জন্য বিভিন্ন বিষয়ে প্রভাষক ও ইন্সট্রাক্টর পদসমূহ

কয়েকটি কারিগরি/পেশাগত ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় ২৯টি পদে কোনো প্রার্থীকে মনোনয়ন করা সম্ভব হয়নি

লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় কৃতকার্য হলেও, ৭,৫৪৯ জন প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনয়ন করা সম্ভব হয়নি। তাদের নন-ক্যাডার পদে নিয়োগের (বিশেষ) বিধিমালা, ২০২৩ অনুযায়ী নবম, দশম, একাদশ ও দ্বাদশ গ্রেডের নন-ক্যাডার পদে সুপারিশের জন্য পরবর্তীতে উদ্যোগ গ্রহণ করা হবে।

এই মনোনয়ন সাময়িক এবং নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক দাখিলকৃত সনদ ও ডকুমেন্টস যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণার পর চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ