সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এবং এর অধীনস্থ জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এর কেন্দ্রীয় নিয়োগে সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের শারীরিক ও মানসিক উপযুক্ততা যাচাইয়ের লক্ষ্যে স্বাস্থ্য পরীক্ষা গ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নিম্নোক্ত পদসমূহের জন্য সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে:

  • সহকারী ব্যবস্থাপক (প্রশাসন): সর্বমোট ১৪ জন
  • সহকারী ব্যবস্থাপক (অর্থ): সর্বমোট ১৩ জন
  • সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রিক্যাল): সর্বমোট ১৩ জন
  • সহকারী ব্যবস্থাপক (সিএসই/আইটি/আইসিটি): সর্বমোট ০১ জন
  • সহকারী ব্যবস্থাপক (আইপিই): সর্বমোট ০১ জন
  • সহকারী কর্মকর্তা (প্রশাসন): সর্বমোট ১৮ জন
  • সহকারী কর্মকর্তা (অর্থ): সর্বমোট ১৪ জন
  • উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল): সর্বমোট ০৬ জন
  • উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল): সর্বমোট ০৬ জন
  • উপ-সহকারী প্রকৌশলী (সিভিল): সর্বমোট ০৬ জন
  • উপ-সহকারী প্রকৌশলী (কম্পিউটার/আইটি): সর্বমোট ০১ জন

স্বাস্থ্য পরীক্ষা আগামী ১০-১১-২০২৫ তারিখ, রোজ সোমবার অফিস চলাকালীন সময়ে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের জেজিটিডিএসএল-এর প্রধান কার্যালয়, গ্যাস ভবন, মেন্দিবাগ, সিলেট-এ অবস্থিত মেডিক্যাল শাখায় উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে।

স্বাস্থ্য পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে তাদের স্থায়ী ও বর্তমান ঠিকানায় রেজিস্ট্রিকৃত ডাকযোগে/ ই-মেইল-এ পরবর্তীতে নিয়োগপত্র প্রেরণ করা হবে। স্বাস্থ্য পরীক্ষার নিমিত্ত উপস্থিত হওয়ার জন্য প্রার্থীগণ কোনো প্রকার টিএ/ডিএ প্রাপ্য হবেন না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ