বাংলাদেশ জাতীয় জাদুঘর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শাখা জাদুঘরে জনবল নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বমোট ৮৭টি পদে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
আবেদনের সময়সীমা ও প্রক্রিয়া:
বয়স সংক্রান্ত তথ্য:
আবেদন ফি:
পদের নাম ও সংখ্যা:
বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা:
সহকারী কীপার (আরবী/ফার্সি) ০১টি, সহকারী কীপার (উদ্ভিদবিদ্যা) ০১টি, সহকারী কীপার (ইতিহাস ও ধুপদি শিল্পকলা) ০১টি, প্রশাসনিক কর্মকর্তা ০১টি, প্রকাশনা অফিসার ০১টি, উপ-সহকারী প্রকৌশলী (পুরকৌশল) ০১টি, সুপারভাইজার ০১টি, ট্যাক্সিডার্মিস্ট ০১টি, ড্রাফ্টসম্যান ০২টি, প্রদর্শক প্রচার্জক ০১টি, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর ০১টি, যানবাহন পরিদর্শক ০১টি, সার্ভেয়ার ০১টি, উচ্চমান সহকারী ০২টি, প্রকাশনা সহকারী ০১টি, সংরক্ষণ সহকারী ০১টি, কারিগরি সহকারী (সংরক্ষণ) ০১টি, ক্যাশিয়ার ০১টি, সাব-স্টেশন মেকানিক ০২টি, অভ্যর্থনাকারী ০২টি, বিক্রয় সহকারী ০১টি, রেকর্ড কীপার ০১টি, টেলিফোন অপারেটর ০১টি, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ১০টি, হিসাব সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ০১টি, অফিস সহায়ক ২২টি।
আহসান মঞ্জিল জাদুঘর, ঢাকা:
সহকারী রসায়নবিদ (অস্থায়ী পদ) ০১টি, সহকারী নিবন্ধন অফিসার ০১টি, উচ্চমান সহকারী ০২টি, নিবন্ধন সহকারী ০১টি, সংরক্ষণ সহকারী ০১টি, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ০১টি, হিসাব সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ০১টি, অভ্যর্থনাকারী (অস্থায়ী পদ) ০১টি, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (অস্থায়ী পদ) ০১টি, অফিস সহায়ক ০৩টি।
জিয়া স্মৃতি জাদুঘর, চট্টগ্রাম:
সহকারীকীপার ০১টি, হিসাব সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ০১টি, অফিস সহায়ক ০১টি।
ওসমানী জাদুঘর, সিলেট:
কেয়ারটেকার-কাম-ইউডিএ (অস্থায়ী) ০১টি, অফিস সহায়ক/প্রহরী ০২টি।
স্বাধীনতা জাদুঘর:
উপ-সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) (অস্থায়ী পদ) ০১টি।
সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি মিউজিয়াম, কুষ্টিয়া:
সহকারী কীপার (জাতিতত্ব ও করণ শিল্পকলা) (অস্থায়ী পদ) ০১টি, সংরক্ষণ সহকারী (অস্থায়ী পদ) ০১টি, সংরক্ষণ সহকারী (অস্থায়ী পদ) ০১টি, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (অস্থায়ী পদ) ০১টি, অফিস সহায়ক (অস্থায়ী পদ) ০১টি।
পল্লীকবি জসিম উদদীন জাদুঘর ও লোক সাংস্কৃতিক কেন্দ্র ফরিদপুর:
হিসাব সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (অস্থায়ী পদ) ০১টি, অফিস সহায়ক (অস্থায়ী পদ) ০১টি।
বিশেষ দ্রষ্টব্য: ১৪/০১/২০২২, ১১/০৬/২০২২ এবং ১১/০৪/২০২৩ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত কিছু নির্দিষ্ট পদের জন্য যারা পূর্বে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তারা পূর্বের আবেদনেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ