গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন “Development of Agarwood Processing & Marketing Strategies” শীর্ষক উপ-প্রকল্পের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
- গবেষক: ১টি
- থিসিস-গবেষক: ১টি
- ম্যানেজার কাম গবেষক সহযোগী: ১টি
- একাউন্টেন্ট (খন্ডকালীন): ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- গবেষক: প্রার্থীকে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি (অনার্স) ইন ফরেস্ট্রি ও এমএসসি ইন ফরেস্ট্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে। প্রার্থীকে ল্যাব ও বাংলাদেশের রিমোট এরিয়াতে অবস্থিত আগর বাগানে কাজ করতে আগ্রহী হতে হবে। মাসিক বেতন: ৪০,০০০/- টাকা।
- সহ-গবেষক: প্রার্থীকে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি (অনার্স) ইন ফরেস্ট্রি ডিগ্রীধারী হতে হবে। প্রার্থীকে ল্যাব ও বাংলাদেশের রিমোট এরিয়াতে অবস্থিত আগর বাগানে কাজ করতে আগ্রহী হতে হবে। মাসিক বেতন: ২০,০০০/- টাকা।
- ম্যানেজার কাম গবেষক সহযোগী: প্রার্থীকে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানে স্নাতক থাকতে হবে এবং MS Word, Excel, PowerPoint সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। মাসিক বেতন: ৩০,০০০/- টাকা।
- একাউন্টেন্ট (খন্ডকালীন): প্রার্থীকে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক ডিগ্রী থাকতে হবে। মাসিক বেতন: ৮,০০০/- টাকা।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র এবং সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তসহ দরখাস্তের সফটকপি romel-env@sust.edu ইমেইল ঠিকানায় প্রেরণের জন্য আহ্বান করা হয়েছে। শুধুমাত্র শর্টলিস্টেড প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে। এই নিয়োগ প্রকল্পের মেয়াদকালীন (৩ বছর) সময়ের জন্য প্রযোজ্য হবে।
আবেদনের শেষ তারিখ: ১৬ নভেম্বর ২০২৫ইং।
সূত্রঃ enayadiganta- ০৪-১১-২০২৫ তারিখ
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ