সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম এ ০৭ ক্যাটাগরির সর্বমোট ১০টি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:

  • সহকারী মেডিসিন - ০১ জন
  • সহকারী সার্জ্রি - ০১ জন
  • সহকারী গাইনী - ০১ জন
  • এনাটমি - ০১ জন
  • বায়োকেমিস্ট্রি - ০১ জন
  • প্লাম্বার - ০১ জন
  • মুয়াজ্জিন - ০১ জন
  • ইলেকট্রিশিয়ান - ০১ জন
  • অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর - ০১ জন
  • অফিস সহায়ক - ০১ জন

বয়স সংক্রান্ত তথ্য:

১নং পদের জন্য অনূর্ধ্ব ৫২ বছর এবং ২নং, ৬নং ও ৭নং পদের জন্য অনূর্ধ্ব ৩৫ বছর।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম এর ওয়েবসাইট (www.amcc.edu.bd) এর Faculty/Non-Faculty অপশন থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্তসহ (কম্পিউটার টাইপকৃত) সকল কাগজপত্রাদি ০৫ সেট প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতঃ সভাপতি, নিয়োগ কমিটি, আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম বরাবর ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে এ-৪ খামে করে পাঠাতে হবে।

১নং ও ২নং পদের জন্য ১০০০/- (এক হাজার মাত্র) টাকা এবং ৩নং হতে ৭নং পদের জন্য ৫০০/- (পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদ ও বিভাগের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ:

আগামী ১৮ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে অফিস চলাকালীন আবেদনপত্র পৌঁছাতে হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান:

লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে।


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ