বাংলাদেশ জাতীয় জাদুঘর ও এর নিয়ন্ত্রণাধীন শাখা জাদুঘরসমূহে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সর্বমোট ৪২টি পদে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা (জাদুঘর ভিত্তিক):
বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা (বা.জা.জা.):
- সহকারী কীপার (আরবী/ ফার্সি): ০১টি
- সহকারী কীপার (উদ্ভিদবিদ্যা): ০১টি
- সহকারী কীপার (ইতিহাস ও ধুপদি শিল্পকলা): ০১টি
- প্রশাসনিক কর্মকর্তা: ০১টি
- প্রকাশনা অফিসার: ০১টি
- উপ-সহকারী প্রকৌশলী (পুরকৌশল): ০১টি
- সুপারভাইজার: ০১টি
- টেক্সিডার্মিস্ট: ০১টি
- ড্রাফ্টসম্যান: ০২টি
- প্রদর্শক প্রচালক: ০১টি
- সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: ০১টি
- যানবাহন পরিদর্শক: ০১টি
- সার্ভেয়ার: ০১টি
- উচ্চমান সহকারী: ০২টি
- প্রকাশনা সহকারী: ০১টি
- সংরক্ষণ সহকারী: ০১টি
- কারিগরি সহকারী (সংরক্ষণ): ০১টি
- ক্যাশিয়ার: ০১টি
- সাব-স্টেশন মেকানিক: ০২টি
- অভ্যর্থনাকারী: ০২টি
- বিক্রয় সহকারী: ০১টি
- রেকর্ড কীপার: ০১টি
- টেলিফোন অপারেটর: ০১টি
আহসান মঞ্জিল জাদুঘর, ঢাকা (আ.ম.জা.):
- সহকারী রসায়নবিদ (অস্থায়ী পদ): ০১টি
- সহকারী নিবন্ধন অফিসার: ০১টি
- উচ্চমান সহকারী: ০২টি
- নিবন্ধন সহকারী: ০১টি
- সংরক্ষণ সহকারী: ০১টি
- অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০১টি
- হিসাব সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০১টি
জিয়া স্মৃতি জাদুঘর, চট্টগ্রাম (জি.জা.):
- সহকারীকীপার: ০১টি
- হিসাব সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০১টি
ওসমানী জাদুঘর, সিলেট (ও.জা.):
- কেয়ারটেকার-কাম-ইউডিএ (অস্থায়ী): ০১টি
স্বাধীনতা জাদুঘর (স্বা.জা.):
- উপ-সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) (অস্থায়ী পদ): ০১টি
সাংবাদিক কাঙ্খাল হরিনাথ স্মৃতি মিউজিয়াম, কুষ্টিয়া (সা.কা.হ.স্মূ মি.):
- সহকারী কীপার (জাতিতত্বব ও লোকশিল্পকলা) (অস্থায়ী পদ): ০১টি
- সংরক্ষণ সহকারী (অস্থায়ী পদ): ০১টি
বয়সসীমা:
০১-১১-২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা bnm.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা:
- অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৩ নভেম্বর ২০২৫, সকাল ১০:০০ টা।
- অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৩ নভেম্বর ২০২৫, বিকাল ০৫:০০ টা।
আবেদন সাবমিট করার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। পদ এবং গ্রেড অনুযায়ী আবেদন ফি ১১২ টাকা থেকে ২২৩ টাকা পর্যন্ত (টেলিটক সার্ভিস চার্জ সহ)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫৬ টাকা (টেলিটক সার্ভিস চার্জ সহ)।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ