গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ 'অফিস সহায়ক' পদে অস্থায়ীভাবে নিয়োগের আদেশ প্রকাশ করেছে। জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ২০তম গ্রেডে (৮২৫০-২০০১০/- টাকা স্কেলে) এই নিয়োগ প্রদান করা হয়েছে।
মোট ২ জন প্রার্থীকে এই পদে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণকে যোগদানের তারিখ থেকে ০২ (দুই) বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকতে হবে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণকে আগামী ২৬ অক্টোবর, ২০২৫ তারিখের মধ্যে যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা (ভবন-০৩, কক্ষ নম্বর-৩১৪) বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।
যোগদানের সময় নিজ ব্যবস্থাপনায় সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্যসনদ এবং ডোপটেস্ট রিপোর্ট, ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক না নেওয়ার মুচলেকা এবং পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম (০৩ সেট) দাখিল করতে হবে। পুলিশি তদন্ত প্রতিবেদন সন্তোষজনক না হলে এবং নিয়োগপ্রাপ্ত প্রার্থীর স্থায়ী ঠিকানা সম্পর্কে কোনো গড়মিল প্রমাণিত হলে এই নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ