সরকারি চাকরির প্রত্যাশীদের জন্য সুখবর! বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) তাদের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী নভেম্বরের প্রথম সপ্তাহেই বহুল প্রতীক্ষিত ৫০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। এই বিসিএসের মাধ্যমে প্রায় ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ শূন্য পদে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে।
বার্ষিক রোডম্যাপ বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ পিএসসি
বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর প্রতিবছর একটি করে বিসিএস সম্পন্ন করার লক্ষ্যে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করে। এই পরিকল্পনা অনুযায়ী, প্রতি বছরের নভেম্বরে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরের বছরের ৩০ অক্টোবরের মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই রোডম্যাপ বাস্তবায়নের ধারাবাহিকতা রক্ষা করতে চায় পিএসসি।
এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, "আমরা ৫০তম বিসিএসের জন্য প্রয়োজনীয় পদের তালিকা চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন পেলেই আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করব। আমাদের লক্ষ্য, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নভেম্বরের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে আগামী বছরের অক্টোবরের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করা।"
প্রযুক্তিনির্ভর ও সময়নিষ্ঠ হবে ৫০তম বিসিএস
পিএসসির সূত্রমতে, ৫০তম বিসিএসকে কেবল একটি সাধারণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে না, বরং এটিকে কমিশনের কার্যক্ষমতা ও আধুনিকায়নের একটি মাইলফলক হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক পরীক্ষা—প্রতিটি ধাপ একটি কঠোর সময়সূচি মেনে সম্পন্ন করার প্রস্তুতি চলছে।
পরীক্ষার্থীদের জন্য স্বস্তির বিষয় হলো, এবারের প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস বা কাঠামোতে বড় কোনো পরিবর্তন আসছে না। তবে, পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে, যা ৫০তম বিসিএসকে একটি ‘প্রযুক্তিনির্ভর ও সময়নিষ্ঠ’ পরীক্ষা হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করছেন কমিশনের সদস্যরা।
চলছে আরও তিন বিসিএসের কার্যক্রম
একদিকে ৫০তম বিসিএসের প্রস্তুতি, অন্যদিকে আরও তিনটি সাধারণ বিসিএসের কার্যক্রম পুরোদমে এগিয়ে নিয়ে যাচ্ছে পিএসসি। বর্তমানে:
সব মিলিয়ে, পিএসসির এই কর্মতৎপরতা চাকরিপ্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। এখন সবার অপেক্ষা ৫০তম বিসিএসের চূড়ান্ত বিজ্ঞপ্তির জন্য।