প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সম্প্রতি মোট ৩৯টি পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশের প্রকৃত নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
বয়সসীমা: ০১ নভেম্বর, ২০২৫ তারিখে বিজ্ঞপ্তির ৪নং কলামে উল্লেখিত বয়সসীমা অনুযায়ী হতে হবে। বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য হতে পারে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://pib.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে দাখিলকৃত আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
আবেদন ফি: অনলাইন আবেদনপত্রের নির্দেশিকা অনুযায়ী পরীক্ষার ফি জমা দিতে হবে। ক্রমিক নং ০১-১৮ পর্যন্ত পদের জন্য ২২৩/- টাকা, ক্রমিক নং ১৯-২২ পর্যন্ত পদের জন্য ১১২/- টাকা এবং ক্রমিক নং ২৩-২৬ পর্যন্ত পদের জন্য ৫৬/- টাকা। অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য সকল গ্রেডের পদের পরীক্ষার ফি ৫৬/- টাকা। আবেদন ফি টেলিটক প্রি-পেইড মোবাইল ব্যবহার করে জমা দিতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: যারা গত ১৫.১১.২০২৩ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
পরীক্ষার তথ্য: নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান সংক্রান্ত তথ্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ওয়েবসাইট (pib.gov.bd) এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধি-বিধান এবং কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ