"Join East West University: Be a Mentor for Future Leaders"
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, একটি স্বনামধন্য বেসরকারী বিশ্ববিদ্যালয়, নিম্নলিখিত পূর্ণকালীন শিক্ষক পদসমূহে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করছে।
| বিভাগ | পদবী | বিশেষায়িত ক্ষেত্র (Specializations) |
| ব্যবসায় প্রশাসন (Business Administration) | * অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor) | অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টেবিলিটি এবং গভর্নেন্স (Accounting, Accountability and Governance) |
| * অ্যাসোসিয়েট প্রফেসর/অ্যাসিস্ট্যান্ট প্রফেসর/লেকচারার (Associate Professor/Assistant Professor/Lecturer) | ফিন্যান্স (Finance) | |
| * প্রফেসর/অ্যাসোসিয়েট প্রফেসর (Professor/Associate Professor) | মানব সম্পদ ব্যবস্থাপনা (Human Resources Management - HRM) | |
| * অ্যাসোসিয়েট প্রফেসর/লেকচারার (Associate Professor/Lecturer) | ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS) (CSE, ICE এবং MBA থেকে স্পেশালাইজেশন সহ) | |
| * অ্যাসোসিয়েট প্রফেসর/অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Associate Professor/Assistant Professor) | মার্কেটিং (Marketing) | |
| * অ্যাসোসিয়েট প্রফেসর/অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Associate Professor/Assistant Professor) | অপারেশন ম্যানেজমেন্ট/সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (Operation Management/Supply Chain Management) | |
| সিভিল ইঞ্জিনিয়ারিং (Civil Engineering) | * অ্যাসোসিয়েট প্রফেসর/অ্যাসিস্ট্যান্ট প্রফেসর/লেকচারার (Associate Professor/Assistant Professor/Lecturer) | স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং / পরিবেশগত ইঞ্জিনিয়ারিং / পানি সম্পদ ইঞ্জিনিয়ারিং / কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট |
| ম্যাথমেটিক্যাল ও ফিজিক্যাল সায়েন্সেস (MPS) | * অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor) | স্ট্যাটিস্টিকস/কম্পিউটার সায়েন্স ডেটা সায়েন্সে স্পেশালাইজেশন সহ |
| * অ্যাসিস্ট্যান্ট প্রফেসর/সিনিয়র লেকচারার/লেকচারার (Assistant Professor/Senior Lecturer/Lecturer) | ম্যাথমেটিকস (Mathematics) | |
| * লেকচারার (Lecturer) | (ক) পদার্থবিদ্যা (Physics) এবং (খ) রসায়ন (Chemistry) | |
| কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (CSE) | * অ্যাসিস্ট্যান্ট প্রফেসর/লেকচারার (Assistant Professor/Lecturer) | (ক) কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, (খ) মেশিন লার্নিং/আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) সহ কম্পিউটার সায়েন্স ও (গ) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং |
| জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি (GEB) | * লেকচারার (Lecturer) | জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি/বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং/বায়োটেকনোলজি |
| ফার্মেসি (Pharmacy) | * অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor) | প্রিফারেবলি ফার্মাসিউটিক্যাল টেকনোলজি |
| ইংলিশ (English) | * অ্যাসোসিয়েট প্রফেসর/অ্যাসিস্ট্যান্ট প্রফেসর/লেকচারার (Associate Professor/Assistant Professor/Lecturer) | |
| ইনফরমেশন স্টাডিজ (Information Studies) | * অ্যাসোসিয়েট প্রফেসর/অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Associate Professor/Assistant Profess |
আগ্রহী প্রার্থীদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ওয়েবসাইট (jobs.ewubd.edu) থেকে আবেদনপত্র ডাউনলোড করে, সকল একাডেমিক নথিপত্র, অভিজ্ঞতার সার্টিফিকেট, দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এবং একটি সম্পূর্ণ সিভি'র হার্ড কপি ভাইস-চ্যান্সেলর, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, জহুরুল ইসলাম এভিনিউ, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, ঢাকা-১২১২ ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১২ নভেম্বর, ২০২৩
সূত্রঃ প্রথম আলো-২৯-১০-২০২৫ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ