সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল (মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতি)-এর জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নলিখিত পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে:

  • পদের নাম ও সংখ্যা:
  • কনসালটেন্ট: ০১ জন
  • প্যাথমলজিস্ট: ০১ জন
  • সনোলজিস্ট: ০১ জন
  • মেডিকেল অফিসার: ০২ জন
  • স্টাফ নার্স: ১০ জন
  • মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব): ০২ জন
  • মেডিকেল টেকনোলজিষ্ট (রেডিওলজি): ০২ জন
  • মেডিকেল টেকনোলজিস্ট (ডিএমএফ): ০১ জন
  • কাউন্টার সহকারী: ০১ জন
  • ল্যাব টেকনিশিয়ান (সহকারী): ০১ জন
  • এ্যাটেনডেন্ট: ০৪ জন
  • নিরাপত্তাকর্মী: ০২ জন
  • ক্লিনার/পরিচ্ছন্ন কর্মী: ০৪ জন

শিক্ষাগত যোগ্যতা: পদভেদে এন্ডরোক্রাইনোলজী/প্যাথমলজী/সনোলজি বিষয়ে উচ্চতর ডিগ্রীধারী, এমবিবিএস, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি, ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকালটি (ডিএমএফ), এইচএসসি/এফএ বা সমমানের ডিগ্রি, এসএসসি/অষ্টম শ্রেণি পাশ।

বয়স সংক্রান্ত তথ্য: ৩১ অক্টোবর, ২০২৫ইং তারিখে সর্বোচ্চ ৩২ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে ৭নং ক্রমিকের জন্য বয়স ৩২ বছরের উর্দ্ধে হলেও চুক্তিভিত্তিক নিয়োগের সুযোগ আছে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে স্বহস্তে লিখিত দরখাস্ত, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, পৌরসভা/ইউনিয়ন পরিষদ হতে নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপিসহ আবেদন ফি (ক্রমিক ৪-১০নং পদের জন্য ৫০০/- টাকা এবং ক্রমিক ১১-১৩নং পদের জন্য ৩০০/- টাকা পে-অর্ডার/পোস্টাল অর্ডার) সহ সভাপতি (জেলা প্রশাসক, মানিকগঞ্জ), মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতি বরাবর জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ নভেম্বর, ২০২৫ইং।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আবেদনপত্রে উল্লিখিত মোবাইল নম্বরে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ