মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “আইসিটি”র মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন (২য় পর্যায়, ১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে কিছু সংখ্যক শূন্যপদে লোক নিয়োগের জন্য যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। এই নিয়োগের জন্য কম্পিউটার/ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের স্নাতক ডিগ্রি।
- সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান/প্রকল্পে কম্পিউটার/ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে ন্যূনতম ২ বছরের চাকুরির বাস্তব অভিজ্ঞতা।
বয়সসীমা:
- ৩০/১১/২০২৫ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩২ বছর।
- সরকারি সমাপ্ত প্রকল্পের জনবল অন্য প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত নীতিমালা অনুযায়ী বয়সসীমা শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া:
- আবেদনকারীকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dshe.gov.bd) থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে।
- আবেদনপত্রের সাথে সরকারি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ কপি পাসপোর্ট সাইজের ল্যাবপ্রিন্ট কালার ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে।
- আবেদন ফি বাবদ ১০০/- (একশত) টাকার ট্রেজারি চালানের কপি (কোড 1422326) আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
- প্রবেশপত্র প্রেরণের জন্য ১০ টাকা মূল্যমানের ডাকটিকেট সংযুক্ত 8.৫”x১০” সাইজের একটি খাম আবেদনপত্রের সাথে দিতে হবে।
- আবেদনপত্র আগামী ১৮/১১/২০২৫ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রকল্প পরিচালক, আইসিটি”র মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্প (২য় পর্যায়, ১ম সংশোধিত), কক্ষ নং-১২১, শিক্ষা ভবন (১ম ব্লক), ১৬ আবদুল গণি রোড, ঢাকা-১০০০ এই ঠিকানায় পৌঁছাতে হবে।
পরীক্ষা সংক্রান্ত তথ্য:
- প্রাপ্ত আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর শুধুমাত্র গ্রহণযোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে।
- লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক/মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
- নিয়োগ পরীক্ষার স্থান, তারিখ ও সময় প্রবেশপত্রের মাধ্যমে অবহিত করা হবে।
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য:
- নিয়োগ সম্পূর্ণরূপে প্রকল্পকালীন সময়ের জন্য (জুন ২০২৬ পর্যন্ত)।
- মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদপত্র ও রেকর্ডপত্র উপস্থাপন করতে হবে।
- কোটা সম্পর্কিত সরকারি সকল বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ