সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

কুমিল্লা বিশ্ববিদ্যালয় তাদের রাজস্ব খাতের স্থায়ী পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষক পদে মোট ২৬ জন প্রকৃত বাংলাদেশী নাগরিককে নিয়োগ দেওয়া হবে।

  • অধ্যাপক (ফার্মেসী বিভাগ): ১টি
  • অধ্যাপক (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ): ১টি
  • সহযোগী অধ্যাপক (পরিসংখ্যান বিভাগ): ১টি
  • সহযোগী অধ্যাপক (ফার্মেসী বিভাগ): ১টি
  • সহযোগী অধ্যাপক (লোক প্রশাসন বিভাগ): ১টি
  • সহযোগী অধ্যাপক (নৃবিজ্ঞান বিভাগ): ১টি
  • সহযোগী অধ্যাপক (ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ): ১টি
  • সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান বিভাগ): ১টি
  • সহকারী অধ্যাপক (কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগ): ১৩টি
  • সহকারী অধ্যাপক (অর্থনীতি বিভাগ): ১টি
  • প্রভাষক (গণিত বিভাগ): ১টি
  • প্রভাষক (পরিসংখ্যান বিভাগ): ১টি
  • প্রভাষক (ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ): ১টি
  • প্রভাষক (ইংরেজী বিভাগ): ১টি

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদেরকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (%%%%/.০০০.৪০.৮৫) এ প্রকাশিত নির্ধারিত আবেদন ফরম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং অন্যান্য শর্তাবলী অনুযায়ী আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৭/১১/২০২৫ খ্রিষ্টাব্দ।

বিশেষ দ্রষ্টব্য: পূর্বে স্মারক নং- কু.বি./রেজি./নিয়োগ বিজ্ঞাপন-৪৪৬/২০১২/৪৯৪; তারিখ: ১০/০৩/২০২৫ এর আলোকে শুধুমাত্র নৃবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক পদে আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন-২৭-১০-২০২৫ তারিখ


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ