সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (UNITED INSURANCE COMPANY LIMITED)ক্যামেলিয়া হাউজ, ২২, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১০০০।

কেরিয়ার সুযোগ (Career Opportunity)ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যেটি একটি প্রথম প্রজন্মের পাবলিক লিমিটেড নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, নিম্নলিখিত পদের জন্য একজন যোগ্য প্রার্থী খুঁজছে:

পদ: মুখ্য নির্বাহী কর্মকর্তা (Chief Executive Officer - CEO)

প্রয়োজনীয়তা (Requirements):

  • আইডিআরএ (IDRA) এর প্রয়োজনীয়তা অনুসারে (যা আইডিআরএ-এর ওয়েবসাইট: http://www.idra.org.bd-এ পাওয়া যায়)।
  • নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ সহ ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
  • করপোরেট ফাইন্যান্স (Corporate Finance) এবং পারফরম্যান্স ম্যানেজমেন্টের (Performance Management) নীতিগুলো সম্পর্কে গভীর ধারণা থাকতে হবে।
  • বিপণন, অর্থ এবং সামগ্রিক বিভাগীয় জ্ঞানের মতো বৈচিত্র্যময় ব্যবসায়িক ফাংশনগুলিতে পরিচিতি থাকতে হবে।
  • করপোরেট সুশাসন (Corporate Governance) এবং সাধারণ ব্যবস্থাপনার (General Management) সর্বোত্তম অনুশীলন সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে।
  • উন্নত সাংগঠনিক এবং নেতৃত্ব দানের দক্ষতাসহ উদ্যোক্তাসুলভ মানসিকতা থাকতে হবে।
  • বিশ্লেষণাত্মক দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং চমৎকার যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

চাকরির স্থান (Job Location): ঢাকাবেতন (Salary): আলোচনা সাপেক্ষে (Negotiable)অন্যান্য সুবিধা (Other benefits): আইডিআরএ নিয়ম ও বিধিনিষেধ অনুসারে কোম্পানির নীতি অনুযায়ী।

বয়স (Age):

  • আইডিআরএ বিধি ও নিয়ম অনুসারে ৪০ বছরের বেশি নয় এবং ৬৫ বছরের কম নয়

অভিজ্ঞতা (Experience):

  • নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ১২ বছরের অভিজ্ঞতা
  • (এর মধ্যে অবশ্যই সিইও (CEO) পদের ঠিক নিচে সর্বনিম্ন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে)।

আবেদন প্রক্রিয়া (Procedure of application):আগ্রহী প্রার্থীদেরকে তাদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (Full CV) এবং সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ছবিসহ আবেদনপত্র ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ক্যামেলিয়া হাউজ, ২২, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১০০০ ঠিকানায় ২০২৫ সালের ৩০ অক্টোবরের মধ্যে পাঠাতে অনুরোধ করা হচ্ছে।

ঐচ্ছিক (যদি প্রয়োজন হয়):যদি প্রার্থী যোগ্য হন, তবে তিনি তার জীবনবৃত্তান্তের একটি কপি চেয়ারম্যান, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (IDRA), ৩৭/এ, দিলকুশা সি/এ, ঢাকা-১০০০ ঠিকানায় জমা দিতে পারেন।