নিয়োগ বিজ্ঞপ্তি: ক্রনিক কেয়ার কোঅর্ডিনেটর (বিক্রয়)
কোম্পানির পরিচিতি:বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি (BEACON Pharmaceuticals PLC) একটি স্বপ্নদর্শী কোম্পানি যা ইউএস এফডিএ, ইউকে এমএইচআরএ, টিজিএ অস্ট্রেলিয়া এবং ডাব্লিউএইচও সিজিএমপি-এর মতো বিশ্বমানের মানদণ্ড অনুসরণ করে কাজ করে। তাদের বিদ্যমান ক্রনিক কেয়ার বিক্রয় দলকে সমর্থন ও শক্তিশালী করার জন্য তারা স্মার্ট, উদ্যমী এবং বুদ্ধিমান ব্যক্তিদের 'ক্রনিক কেয়ার কোঅর্ডিনেটর' পদে খুঁজছে।
কাজের দায়িত্ব (Job Responsibilities)
- ডায়াবেটিস এবং কার্ডিওভাসকুলার (হৃৎপিণ্ড ও রক্তনালী সংক্রান্ত) রোগের ওষুধ ডাক্তারদের কাছে প্রচার এবং বাজারজাত করা।
- মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা এবং কেমিস্ট শপগুলো থেকে অর্ডার সংগ্রহ করা।
যোগ্যতা (Requirements)
- যে কোনো বিষয়ে স্নাতক (বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি/মাধ্যমিক পাশ বাধ্যতামূলক)।
- এম.ফার্ম/বি.এসসি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- বয়স ৩২ বছরের নিচে হতে হবে।
- বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন ও সুবিধা (Salary & Benefits)
- শিল্পের মধ্যে সর্বোচ্চ বেতন এবং টিএ/ডিএ (TA/DA) প্যাকেজ।
- লাভজনক ইনসেনটিভ নীতি।
- প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ইন্স্যুরেন্স, হাসপাতাল ও চিকিৎসা সহায়তা।
- ফেস্ট্রিভাল ও প্রফিট বোনাস।
- মোটরসাইকেল, মোবাইল ফোন, বিদেশ ভ্রমণের সুযোগ।
- ক্যারিয়ারের দ্রুত উন্নতির সুযোগসহ চমৎকার পেশাদার কর্মপরিবেশ।
ওয়াক-ইন-ইন্টারভিউয়ের সময়সূচি
আগ্রহী পুরুষ প্রার্থীদের একটি জীবনবৃত্তান্ত (Resume) সহ নিম্নলিখিত ঠিকানায় ওয়াক-ইন-ইন্টারভিউয়ের জন্য সকাল ০৯.০০টা থেকে দুপুর ১২.০০টার মধ্যে উপস্থিত থাকার অনুরোধ করা হচ্ছে:
সূত্রঃ প্রথম আলো-২৪-১০-২০২৫ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ