সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

ক্যারিয়ার সুযোগ: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (MTO) পদে নিয়োগ

প্রতিষ্ঠান: মার্কেন্টাইল ব্যাংক পিএলসি (Mercantile Bank PLC)

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (MTO)

১. আবেদনের যোগ্যতা (Eligibility Criteria)

শিক্ষাগত যোগ্যতা:

  • স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয়/ইউজিসি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর/চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি।
  • সিজিপিএ (CGPA) ৪.০০ এর স্কেলে ন্যূনতম ৩.০০ এবং ৫.০০ এর স্কেলে ন্যূনতম প্রথম শ্রেণী বা সমতুল্য গ্রেড থাকতে হবে।
  • যেসব বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে: এমবিএ, এমবিএম, অর্থনীতি, ব্যাংকিং ও বীমা, ফিন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, পরিসংখ্যান এবং গণিত।
  • মাধ্যমিক (SSC) এবং উচ্চ মাধ্যমিক (HSC) পরীক্ষায় জিপিএ (GPA) ৫.০০ এর স্কেলে ন্যূনতম ৪.০০ অথবা ও-লেভেলে (O Level) ৫টি বিষয়ে 'বি' (B) গ্রেড এবং এ-লেভেলে (A Level) ২ টি বিষয়ে 'বি' (B) গ্রেড থাকতে হবে।
  • বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে (ইউজিসি বাংলাদেশ কর্তৃক সমমানের সনদসহ) ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।

অন্যান্য প্রয়োজনীয়তা (Other Requirements):

  • বাংলা ও ইংরেজিতে চমৎকার আন্তঃব্যক্তিক যোগাযোগ এবং সাবলীলতা প্রদর্শন করতে হবে।
  • এমএস-অফিসে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
  • আবেদনকারীর বয়স ৩১ অক্টোবর, ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে।
  • বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

২. সুযোগ-সুবিধা (We Offer)

  • মাসিক সম্মিলিত বেতন: শিক্ষানবিশকালে প্রথম ০১ (এক) বছরের জন্য মাসিক ৪৬,০০০/- টাকা।
  • পদোন্নতি: সফলভাবে শিক্ষানবিশকাল সম্পন্ন করার পর "এক্সিকিউটিভ অফিসার" (Executive Officer) পদে নিশ্চিতকরণ এবং গ্রস মাসিক বেতন ৮২,০০০/- টাকা ও অন্যান্য গ্রহণযোগ্য সুযোগ-সুবিধা প্রদান।
  • চমৎকার কাজের পরিবেশ।
  • ভবিষ্যতের নেতা হওয়ার সুযোগ।

৩. নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

  • প্রাথমিকভাবে সংক্ষিপ্ত তালিকাভুক্ত (Shortlisted) প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।
  • লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
  • সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া কঠোরভাবে মেধার ভিত্তিতে পরিচালিত হবে।
  • নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত সমস্ত যোগাযোগ ই-মেইল এবং মোবাইল নম্বরের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে।

৪. আবেদন প্রক্রিয়া (Application Procedure)

  • আবেদন করতে হবে: আগ্রহী ও যোগ্য প্রার্থীরা মার্কেন্টাইল ব্যাংক পিএলসি-এর ওয়েবসাইট www.mblbd.com-এর "Career Section" -এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
  • সংযুক্তি: আবেদনপত্রের সাথে অবশ্যই একটি সাম্প্রতিক পাসপোর্ট আকারের রঙিন ছবি (সাইজ ৫০কেবি-এর বেশি নয়) সংযুক্ত করতে হবে।
  • আবেদনের শেষ তারিখ: নভেম্বর ৭, ২০২৫
  • গুরুত্বপূর্ণ: হার্ড কপি রিজুম/সিভি গ্রহণযোগ্য নয়।

৫. বিশেষ দ্রষ্টব্য

  • এমবিপিএলসি-তে কর্মরত প্রার্থীরাও এই পদে আবেদন করতে উৎসাহিত।
  • লিখিত পরীক্ষা ও ভাইভা-ভোস-এর জন্য কোনো টিএ/ডিএ (TA/DA - যাতায়াত ভাতা) প্রদান করা হবে না।
  • কোনো প্রকার কারণ দর্শানো ছাড়াই যেকোনো আবেদন গ্রহণ বা বাতিল করার, নিয়োগ প্রক্রিয়া ও নির্বাচন পদ্ধতি স্থগিত বা পরিবর্তন করার অধিকার ব্যাংক সংরক্ষণ করে।

সূত্রঃ প্রথম আলো-২৪-১০-২০২৫ তারিখ

বিস্তারিত দেখুন নিচেঃ