বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক 'সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী' পদে একজন প্রার্থীকে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে। এই নিয়োগ জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর টাকা: ২২,০০০-৫৩,০৬০/- (৯ম গ্রেড) বেতনক্রমে কার্যকর হবে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে আগামী ০৬ নভেম্বর, ২০২৫ তারিখের মধ্যে সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদানে ব্যর্থ হলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
যোগদানকালে প্রার্থীকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, আবেদনপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টসের সত্যায়িত কপি ও মূলকপি জমা দিতে হবে। তাকে ০২ (দুই) বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে এবং ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে যৌতুক না নেওয়া সংক্রান্ত অঙ্গীকারনামা ও সম্পত্তির বিবরণী জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ