সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড এবং সুন্দরবন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড-এর জন্য জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক দক্ষ জনবল নিয়োগ করা হবে।

পদসমূহ এবং প্রয়োজনীয় যোগ্যতা:

  • অপারেটর, গ্রেড-৩: (হিট ট্রিটমেন্ট, অজ টেস্ট, আর লাইন, ওয়েন্ডিং লাইন, আস লাইন ইত্যাদি সহ বিভিন্ন পদ)। ন্যূনতম জেএসসি/অষ্টম শ্রেণী/ট্রেড কোর্স/ভোকেশনাল অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা এবং পদভেদে কমপক্ষে ০৩ থেকে ১০ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
  • ওয়েল্ডার, গ্রেড-৩: (ওয়েন্ডিং লাইন, আস লাইন ইত্যাদি সহ বিভিন্ন পদ)। ন্যূনতম জেএসসি/অষ্টম শ্রেণী/ট্রেড কোর্স/ভোকেশনাল অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা এবং পদভেদে কমপক্ষে ০৩ থেকে ১০ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী এবং যোগ্য প্রার্থীগণকে সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি, জীবন-বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সহ একটি আবেদনপত্র (খামের উপরে অবশ্যই পদবি উল্লেখসহ) নিম্নলিখিত ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে।

আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৫ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা।

আবেদনের ঠিকানা:
প্রশাসন ও মানব সম্পদ বিভাগ,
বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড,
বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক কেরানীগঞ্জ (বিআইপিকে),
পানগীও, কোষন্ডা, দক্ষিন কেরানীগঞ্জ, ঢাকা-১৩১১।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন-২৩-১০-২০২৫ তারিখ


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ