রেলপথ মন্ত্রণালয়ের ২০ গ্রেডের অফিস সহায়ক পদে জনবল নিয়োগের জন্য গত ১৮/১০/২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
মৌখিক পরীক্ষা ২৩ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ১০:৩০টায় অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান: কক্ষ নং-৯৩০, ১৬, আব্দুল গণি রোড, রেলভবন, ঢাকা।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে উল্লিখিত স্থানে উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে। প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, নাগরিকত্ব সনদ, নিজ জেলার প্রমাণক, লিখিত পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি এবং মূল আবেদনপত্রের কপিসহ কোটার স্বপক্ষে প্রয়োজনীয় দালিলিক প্রমাণাদি (যদি থাকে) প্রদর্শন করতে হবে। এছাড়া, উপরোক্ত সকল সনদের এক সেট প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ