রেলপথ মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক শূন্য পদে জনবল নিয়োগের জন্য কম্পিউটার মুদ্রাক্ষর গতি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২২ অক্টোবর ২০২৫ তারিখ (বুধবার) দুপুর ০২:৩০ টায় অনুষ্ঠিত হবে। প্রার্থীদের কক্ষ নং-৯৩০, ১৬, আব্দুল গণি রোড, রেলভবন, ঢাকা-এ পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, নাগরিকত্ব সনদ, নিজ জেলার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনের সনদের মূল কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি, আবেদনের মূল কপি এবং কোটার প্রার্থীদের ক্ষেত্রে তার কোটার স্বপক্ষে দালিলিক প্রমাণাদি প্রদর্শন করতে হবে। এছাড়াও, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক উক্ত সনদের এক সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ