সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

মোংলা বন্দর কর্তৃপক্ষ রাজস্বখাতভুক্ত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:

  • পাইলট গ্রেড-৭: ০২টি
  • একান্ত সচিব গ্রেড-৯: ০১টি
  • সহকারী প্রকৌশলী (তড়িৎ) গ্রেড-৯: ০১টি
  • হিসাব রক্ষণ কর্মকর্তা গ্রেড-৯: ০২টি
  • উপ-সহকারী প্রকৌশলী গ্রেড-১০: ০২টি
  • ইনল্যান্ড ইঞ্জিনিয়ার গ্রেড-১১: ০২টি
  • সহকারী শিক্ষক (প্রশিক্ষণবিহীন) গ্রেড-১১: ০৩টি
  • নিম্নমান সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড-১৬: ১৫টি
  • নন-সার্ভে/যানবাহনচালক গ্রেড-১৬: ০২টি

মোট পদসংখ্যা: ৩০টি


বয়স সংক্রান্ত তথ্য:

  • ০১-১০-২০২৫ তারিখে ০১ নং ক্রমিকের পদের প্রার্থীর বয়স অন্যুন ৪৫ বৎসর হতে হবে।
  • ০২ নং থেকে ০৯ নং ক্রমিকের পদের প্রার্থীর বয়স ০১-১০-২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বৎসর হতে সর্বোচ্চ ৩২ বৎসর হতে হবে।
  • বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।


আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা https://job.mpa.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।


আবেদনের সময়সীমা:

  • আবেদন শুরুর তারিখ: ২৭ অক্টোবর ২০২৫, সকাল ৯.০০টা
  • আবেদনের শেষ তারিখ: ২০ নভেম্বর ২০২৫, বিকাল ৫.০০টা
  • আবেদন ফি জমাদানের শেষ তারিখ ও সময়: অনলাইনে আবেদনপত্র Submit করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে।


আবেদন ফি:

  • ০১ থেকে ০৫ নং ক্রমিকের পদের জন্য: ২২৩/- টাকা
  • ০৬ থেকে ০৭ নং ক্রমিকের পদের জন্য: ১৭২/- টাকা
  • ০৮ থেকে ০৯ নং ক্রমিকের পদের জন্য: ১২১/- টাকা
  • অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের জন্য: ৬৯/- টাকা


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ