ভূমি মন্ত্রণালয়, মাঠ প্রশাসন-১ অধিশাখার ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে পাবনা জেলার রাজস্ব প্রশাসনের আওতাধীন শাখাসমূহ, উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী পাবনা জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।
পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক-১৮
বয়স সংক্রান্ত তথ্য: প্রার্থীর বয়স ২০/১১/২০২৫ খ্রি. তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা https://dcpabna.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের শেষ তারিখ:
আবেদন ফি: আবেদন ফি বাবদ অফেরতযোগ্য ৫০.০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ০৬.০০ টাকাসহ মোট ৫৬.০০ টাকা (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্যও একই ফি) পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান: পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়, পাবনা’র ওয়েবসাইট (www.pabna.gov.bd) এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ