সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

ফজলুর রহমান মেডিকেল কলেজ, গেন্ডারিয়া, ঢাকা-১২০৪-এ নিয়োগ বিজ্ঞপ্তি

ফজলুর রহমান মেডিকেল কলেজ (বাঙলাদেশ), ১১১/এ, ডিস্টিলারি রোড, গেন্ডারিয়া, ঢাকা-১২০৪ (পুরাতন ঢাকা)-তে বর্ণিত পদসমূহে নিম্নলিখিত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন আগ্রহী বাংলাদেশি চিকিৎসকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে:

ক্রমিকপদবীবিষয়শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
০১অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপকফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, কমিউনিটি মেডিসিন, মেডিসিন, পেডিয়াট্রিক্স, সাইকিয়াট্রি, ডার্মাটোলজি, সার্জারি, অর্থোপেডিক সার্জারি, অপথালমোলজি, ইএনটি, গাইনি এন্ড অবসশিক্ষক নির্বাচনের ক্ষেত্রে বি.এম.ডি.সি.-এর সকল নীতিমালা অনুসরণ করা হবে
০২প্রবক্তা (প্রভাষক/লেকচারার)ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, কমিউনিটি মেডিসিন
০৩রেজিস্ট্রারমেডিসিন, সার্জারি, গাইনি এন্ড অবস

আবেদনের নিয়মাবলী:

  • আগ্রহী প্রার্থীদেরকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি (৪ মাসের মধ্যে তোলা) সহ নিম্নোক্ত কাগজপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো:
    • (ক) শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, (খ) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, (গ) অভিজ্ঞতার সনদপত্র, (ঘ) সকল সনদের সত্যায়িত ফটোকপি, (ঙ) জনস্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানের নিবন্ধনের ফটোকপি, (চ) অনুমোদিত জার্নাল প্রকাশনার কপি, (ছ) এনআইডি এবং সাম্প্রতিক।
  • প্রার্থীদের অবশ্যই খামের উপর পদের এবং বিভাগের নাম উল্লেখ করতে হবে।
  • (জ) বি.এম.ডি.সি.-এর নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
  • (ঝ) সাক্ষাৎকারের সময় প্রার্থীকে সকল মূল সনদপত্র প্রদর্শন করতে হবে।
  • আবেদনপত্র অবশ্যই রেজিস্ট্রার অফিসে, ফজলুর রহমান মেডিকেল কলেজ, ১১১/এ, ডিস্টিলারি রোড, গেন্ডারিয়া, ঢাকা-১২০৪-এর ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে ৪/১০/২০২৫ ইং তারিখের মধ্যে পৌঁছাতে হবে।

যোগাযোগ:

১১১/এ, ডিস্টিলারি রোড

গেন্ডারিয়া, ঢাকা-১২০৪

Bangladesh

ফোন: +৮৮ ০২ ৪৭৪৪৩১-৪৭, +৮৮ ০১৭৮৭ ৬৮৩২৭, +৮৮ ০১৮২৫ ০৮৯৪

ফজলুর রহমান মেডিকেল কলেজ

FAZLUR RAHMAN MEDICAL COLLEGE

সূত্রঃ প্রথম আলো- ১৭-১০-২০২৫ তারিখ


বিস্তারিত দেখুন নিচেঃ