IFIC ব্যাংক ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম
আপনার ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তুলুন, একজন নেতা হয়ে উঠুন।
IFIC ব্যাংক, দেশের ১৪০০+ শাখা ও উপশাখার বৃহত্তম ব্যাংকিং নেটওয়ার্ক, ম্যানেজমেন্ট ট্রেইনি (Management Trainees) পদে মেধাবী ও দায়িত্ব নিতে প্রস্তুত তরুণদের খুঁজছে। এখানে মেধা ও কর্মজীবনে দ্রুত অগ্রগতির সুযোগ রয়েছে।
১. যোগ্যতার মানদণ্ড (Eligibility)
- যেকোনো বিষয়ে ৪ বছরের স্নাতক/স্নাতকোত্তর (Graduation/Post Graduation) ডিগ্রি।
- সম্পূর্ণ শিক্ষাজীবনে ন্যূনতম তিনটি (৩টি) প্রথম বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ (CGPA) থাকতে হবে।
- আবেদন করার সময় একাডেমিক ফলাফল অবশ্যই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে হবে।
- বয়সসীমা: ৩০ অক্টোবর ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।
২. আমাদের অফার (We Offer)
- প্রোবেশন চলাকালীন বেতন: মাসিক ৳ ৬৯,৪০০/- (বাৎসরিক সকল সুবিধা সহ)।
- পোস্ট-কনফার্মেশন হিসেবে সিনিয়র অফিসার: মাসিক ৳ ৮৫,২০০/- (বাৎসরিক সকল সুবিধা সহ)।
৩. আবেদনের সময়সীমা
- আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৫।
৪. অন্যান্য তথ্য
- আবেদন করতে এবং বিস্তারিত জানতে ভিজিট করুন: www.ificbank.com.bd/career
- দ্রষ্টব্য: শুধুমাত্র বাছাই করা প্রার্থীদেরকেই (shortlisted candidates) যোগাযোগের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো প্রকার সুপারিশ (Sponsorship) প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং এর ফলে প্রার্থীর আবেদন বাতিল হতে পারে।
সূত্রঃ প্রথম আলো-১৭-১০-২০২৫ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ