নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) নির্বাহী পরিচালক (অপারেশন) পদে একজন প্রার্থীকে নিয়োগ প্রদান করেছে। এই নিয়োগপত্রটি বিদ্যুৎ বিভাগ কর্তৃক প্রেরিত পরামর্শ পত্র এবং নেসকো পরিচালনা পর্ষদের ২১৫তম সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জারি করা হয়েছে।
নিয়োগকৃত প্রার্থী মাসিক ৯,০০,০০০ (নয় লক্ষ) টাকা মূল বেতন এবং নেসকো'র চাকরি বিধি অনুসারে গ্র্যাচুইটি, সিপিএফ ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। নেসকো কর্তৃপক্ষ ০৩ (তিন) মাসের অগ্রিম নোটিশ অথবা সমপরিমাণ অর্থ প্রদান সাপেক্ষে নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
যোগদানের সময় প্রার্থীকে শারীরিক কর্মক্ষমতা/যোগ্যতার সনদ, স্বহস্তে স্বাক্ষরিত যোগদানপত্র, অনলাইন আবেদনের রঙিন কপি, গেজেটেড কর্মচারী কর্তৃক সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি ও সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের কপি, নাগরিকত্ব সনদপত্রের মূলকপি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ও নম্বরপত্র, অভিজ্ঞতার সকল সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) দাখিল করতে হবে। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে মূল অব্যাহতি পত্র দাখিল করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ