বিভাগীয় নির্বাচনি বোর্ড, রাজশাহীর অধীন জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জ এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের ১৩ ও ১৬তম গ্রেডের মোট ২০ (বিশ) টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী ১১/১০/২০২৫ খ্রি. তারিখ সকাল ১০:০০ টায় সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, সিরাজগঞ্জ-এ অনুষ্ঠিত হবে।
পদের নাম:
মোট শূন্য পদ: ২০টি।
ব্যবহারিক পরীক্ষার সময় আবেদনপত্রের ০১ (এক) কপি রঙিন প্রিন্ট করে ব্যবহারিক পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। এছাড়া, লিখিত পরীক্ষার প্রবেশপত্রটি অবশ্যই সঙ্গে আনতে হবে। নতুন করে প্রবেশপত্র ইস্যু করা হবে না।
ব্যবহারিক পরীক্ষার জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
ব্যবহারিক পরীক্ষার ফলাফল রাজশাহী বিভাগের ওয়েবপোর্টাল, সিরাজগঞ্জ জেলার ওয়েবপোর্টাল এবং বিভাগীয় কমিশনার, রাজশাহী ও জেলা প্রশাসক, সিরাজগঞ্জ এর কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ