সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

ফ্রেন্ডস্‌ ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) তাদের সমন্বিত আর্থিক সেবা কর্মসূচি (আইএফএসপি)-এর আওতায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে শ্রমজীবী পুরুষ/মহিলা দলগঠন, সঞ্চয় ও ঋণ কার্যক্রম পরিচালনার জন্য কিছু সংখ্যক পরিশ্রমী, সৎ ও উদ্যমী কর্মী নিয়োগ করবে।

পদের নাম ও সংখ্যা:

১। শাখা ব্যবস্থাপক- 

২। হিসাবরক্ষক কাম এমআইএস অফিসার-

৩। কর্মসূচি সহকারি-১ (ক্ষুদ্র ঋণ)-

৪। কর্মসূচি সহকারি-২ (ক্ষুদ্র ঋণ)-

অভিজ্ঞতা: ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কমপক্ষে ০২ বছরের অভিজ্ঞতা আবশ্যক। ১ এবং ৩ নং পদে শুধুমাত্র বর্তমানে কর্মরত প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং আবেদনপত্রে তাদের বর্তমান কর্মস্থল ও যোগাযোগের বিবরণ উল্লেখ করতে হবে।

বেতন ও সুবিধাদি: নির্বাচিত প্রার্থীরা নির্ধারিত বেতন কাঠামোর পাশাপাশি গ্র্যাচুইটি (সর্বোচ্চ বেসিকের ৩ গুণ), প্রভিডেন্ড ফান্ড, উৎসব ভাতা (২টি), কমপেনসেটরি এলাউন্স, ক্রেডিট রিস্ক এলাউন্স এবং কর্মস্থলে নিখরচায় থাকার সুবিধা পাবেন। অধিকতর অভিজ্ঞদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষ।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা খামের উপর পদের নাম উল্লেখপূর্বক A4 সাইজের সাদা কাগজে আবেদনপত্র এবং এর সাথে সম্প্রতি তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতা (যদি থাকে), সংশ্লিষ্ট পরীক্ষা পাশের সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও যোগাযোগের জন্য সেলফোন নম্বর উল্লেখপূর্বক পাঠাতে হবে। চূড়ান্ত নিয়োগের সময় প্রার্থীর পক্ষে একজন জামিনদারকে ৩০০/- টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করে জামিনদার হতে হবে।

আবেদনের শেষ তারিখ: আবেদনপত্র ৩০ অক্টোবর, ২০২৫ খ্রি. তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, এফআইভিডিবি, খাদিমনগর, সিলেট বরাবরে পৌঁছাতে হবে।

সূত্রঃ প্রথম আলো-১০-১০-২০২৫ তারিখ 


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ