সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ অত্যাবশ্যক ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন এবং প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট (বারপার্ট)-এর শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদে যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

পদসমূহ ও পদসংখ্যা:

  • গবেষণা কর্মকর্তা (বায়ো-মেডিকেল রিসার্চ)-০১ 
  • গবেষণা ও প্রশিক্ষণ কর্মকর্তা-০১ 
  • গবেষণা ও পাবলিকেশণ কর্মকর্তা-০১ 
  • গবেষণা কর্মকর্তা (ডাটা ম্যানেজমেন্ট)-০১
  •  প্রশাসনিক কর্মকর্তা-০১ 
  • হিসাবরক্ষণ কর্মকর্তা-০১ 
  • গাড়িচালক-০২
  •  অফিস সহায়ক (এমএলএসএস)-০২

বয়সসীমা:

  • গবেষণা ও প্রশিক্ষণ কর্মকর্তা, গবেষণা ও পাবলিকেশন কর্মকর্তা, গবেষণা তথ্য ও উপাত্ত কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা পদের জন্য প্রার্থীর বয়স ২৪-৩২ বছরের মধ্যে হতে হবে।
  • গাড়ি চালক পদের জন্য প্রার্থীর বয়স ২১-৩২ বছরের মধ্যে হতে হবে।
  • অফিস সহায়ক পদের জন্য প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

সকল পদের জন্য বয়স গণনা করা হবে আগামী ৩১/১০/২০২৫ খ্রিঃ তারিখে।

আবেদনের প্রক্রিয়া:

আবেদনপত্রে আবেদনকৃত পদের নাম, প্রার্থীর নাম, পিতা-মাতার নাম, বৈবাহিক অবস্থা, স্বামী/স্ত্রীর নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জন্ম তারিখ, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র নম্বর/জন্মনিবন্ধন নম্বর, ই-মেইল ও মোবাইল/ফোন নম্বর, গাড়ি চালকের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও মেয়াদোত্তীর্ণের তারিখ ইত্যাদি তথ্য উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন ও নাগরিকত্বের সনদের সত্যায়িত কপি, ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি এবং প্রযোজ্য ক্ষেত্রে শুধুমাত্র গবেষণার শিরোনামের তালিকা সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। খামের উপর পদের নাম স্পষ্টভাবে লিখতে হবে। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্ত্বশাসিত/আধা-স্বায়ত্ত্বশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

পরিচালক, বাংলাদেশ অত্যাবশ্যক ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন এবং প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট, বারপার্ট, বাড়ি নং-৫/৭ (৪র্থ তলা), ব্লক-ডি, লালমাটিয়া, ঢাকা-১২০৭।

আবেদনের শেষ তারিখ:

আগামী ৩১/১০/২০২৫ খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে /কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র অবশ্যই পৌঁছাতে হবে। সরাসরি অথবা নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

সূত্রঃ প্রথম আলো-১০-১০-২০২৫ তারিখ


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ