সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) সম্প্রতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন পদে মোট ৪৮ জন প্রকৃত বাংলাদেশী নাগরিককে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।

পদের নাম ও সংখ্যা:

  • ফোরম্যান: ০৯টি
  • জেটি ক্রেন অপারেটর: ০৬টি
  • রিকেলেইমার/স্টেকার অপারেটর: ০৩টি
  • গাড়ি চালক: ০২টি
  • টেকনিশিয়ান (এসটিজি/বয়লার): ০২টি
  • ইনস্টুমেন্ট মেকানিকস: ০১টি
  • ওয়েন্ডার: ০১টি
  • ফিটার: ০৪টি
  • ইলেক্ট্রিশিয়ান: ০৩টি
  • আর্মেচার উইন্ডার: ০১টি
  • টেকনিশিয়ান (আইসিটি): ০১টি
  • নিরাপত্তা সহায়ক/প্রহরী: ০২টি
  • রাজমিস্ত্রী/মেশন: ০২টি

শিক্ষাগত যোগ্যতা: পদভেদে এসএসসি/সমমান, ট্রেড কোর্স, জেএসসি/অষ্টম শ্রেণি পাশ এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রয়োজন।

বয়সসীমা: বিভিন্ন পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ৫০ বছর পর্যন্ত। তবে অভিজ্ঞ ও বিশেষ ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের http://cpgcbl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ ১০০/- (একশত) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ০৫ নভেম্বর ২০২৫ (রাত ১১:৫৯ ঘটিকা)।

লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ