সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর ছাড়পত্রের প্রেক্ষিতে পটুয়াখালী জেলার ইউনিয়ন পরিষদসমূহে ‘হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে মোট ৭৪টি শূন্য পদ পূরণ করা হবে।

পদের নাম ও সংখ্যা:

  • পদের নাম: হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর
  • পদ সংখ্যা: ৭৪ টি
  • বেতন স্কেল: ৯৩০০/- - ২২৪৯০/- টাকা (গ্রেড-১৬, জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী)
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অন্যুন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ-তে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিং-এ বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ গতি থাকতে হবে। (বিশেষ দ্রষ্টব্য: মহামান্য সুপ্রীম কোর্টের আদেশ অনুযায়ী, রিট পিটিশন মামলার পক্ষভুক্ত ইউডিসি উদ্যোক্তাগণের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেকোনো বিভাগ থেকে অন্যুন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ-সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন।)
  • বিশেষ সুবিধা: বেতন ভাতার ৭৫% সরকার কর্তৃক এবং ২৫% ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদেয়।

বয়স সংক্রান্ত তথ্য:

  • আবেদন গ্রহণের শেষ তারিখে (২২ অক্টোবর ২০২৫) প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
  • মুক্তিযোদ্ধা কোটা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়সসীমা শিথিলযোগ্য।
  • রিট পিটিশন মামলার পক্ষভুক্ত ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণের বয়স শিথিলযোগ্য হবে।

আবেদনের প্রক্রিয়া:

  • আগ্রহী প্রার্থীদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয় এর নির্ধারিত আবেদন ফরমে জেলা প্রশাসক, পটুয়াখালী বরাবর আবেদন করতে হবে।
  • আবেদন ফরম এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্রের নমুনা কপি পটুয়াখালী জেলার ওয়েবসাইট (www.patuakhali.gov.bd) এর নোটিশ বোর্ড হতে ডাউনলোড করা যাবে।
  • আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র (ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ) এবং ৪০০/- (চারশত) টাকা মূল্যের “জেলা প্রশাসক, পটুয়াখালী” এর অনুকূলে “রূপালী ব্যাংক লিমিটেড” এর যে কোনো শাখা হতে ইস্যুকৃত পে-অর্ডার/ডিডি (অফেরৎযোগ্য) সংযুক্ত করতে হবে।
  • আবেদনপত্র অবশ্যই ডাকযোগে প্রেরণ করতে হবে। সরাসরি, কুরিয়ার সার্ভিস বা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
  • প্রবেশপত্র প্রাপ্তির জন্য ১০/- (দশ) টাকার ডাক টিকেট সম্বলিত ১০ ইঞ্চি * ৪.৫ ইঞ্চি সাইজের একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ:

  • আবেদনপত্র আগামী ২২ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেলা প্রশাসক, পটুয়াখালী বরাবর পৌঁছাতে হবে।

পরীক্ষার তথ্য:

  • এই নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ