বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন বিবিয়ানা বিউবো প্রাথমিক বিদ্যালয়, বিউবো, পারকুল, নবীগঞ্জ, হবিগঞ্জ-এ সম্পূর্ণ অস্থায়ী 'দৈনিক সম্মানী' ভিত্তিতে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে সর্বমোট ৪টি শূন্য পদে লোকবল নিয়োগ করা হবে।
পদের নাম ও সংখ্যা:
• সহকারী শিক্ষক (স্নাতকোত্তর): ০২টি
• সহকারী শিক্ষক (স্নাতক): ০২টি
শিক্ষাগত যোগ্যতা:
• এস.এস.সি ও এইচ.এস.সি অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা জিপিএ-৫ স্কেলের ক্ষেত্রে ন্যূনতম ২.০০ থাকতে হবে।
• স্নাতক ও স্নাতকোত্তর অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সি.জি.পি.এ-৪ স্কেলের ক্ষেত্রে ন্যূনতম ২.২৫ থাকতে হবে।
বয়সসীমা:
• ক্রমিক নং ০১ (এক) এ উল্লিখিত পদের জন্য ০৭.১০.২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর।
• ক্রমিক নং ০২ (দুই) ও ক্রমিক নং ০৩ (তিন) এ উল্লিখিত পদের জন্য ৩১.০৭.২০২৫ তারিখ পর্যন্ত বয়স সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ও জীবন বৃত্তান্তের সঙ্গে দুইকপি ছবি এবং সকল একাডেমিক সনদপত্রের ফটোকপি সহ 'প্রধান রসায়নাবিদ, বিবিয়ানা দক্ষিণ ৪০০ মেঃওঃ৪ সিসিপিপি, বিউবো নবীগঞ্জ, হবিগঞ্জ ও সদস্য সচিব, শিক্ষক নিয়োগ কমিটি' এই ঠিকানায় স্ব-শরীরে অথবা ডাকযোগে জমা দিতে হবে। এছাড়া, bb.bibiyanapp1990@gmail.com ই-মেইল নম্বরেও আবেদনপত্র প্রেরণ করা যাবে।
উল্লেখ্য, পূর্বের বিজ্ঞপ্তি (স্মারক নং-২৭.১১.৩৬৭৭.৪৬২.০১.০২৭.২৫-৫৬১; তারিখঃ ৩১.০৭.২০২৫ খ্রি.) মোতাবেক যারা ক্রমিক নং ০২ ও ০৩ পদের বিপরীতে সরাসরি অফিসে অথবা ডাকযোগে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তবে, যারা ইতোপূর্বে ই-মেইলের মাধ্যমে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ:
২৩.১০.২০২৫ খ্রিষ্টাব্দ (অফিস চলাকালীন সময়ে)।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান:
মৌখিক পরীক্ষার সময় দাখিলকৃত সকল কাগজের মূল কপি সঙ্গে আনতে হবে। পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ