সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট আ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর মাধ্যমে জর্ডানের একটি স্বনামধন্য কোম্পানিতে নিম্নলিখিত পদে দক্ষ স্টাফ নিয়োগ করা হবে:

  • এসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্সেস: ১টি পদ
  • প্রোডাকশন সুপারভাইজার: ১টি পদ
  • স্টোর সুপারভাইজার: ২টি পদ

আগ্রহী প্রার্থীদের বয়স ২০-৩৫ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এসএসসি পাশ (উপরে বর্ণিত সকল পদের ক্ষেত্রে প্রযোজ্য)। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনকারীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ব্যতীত সরাসরি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই। প্রয়োজনীয় সংখ্যক আবেদন জমা হলেই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

অনলাইনে আবেদনের লিংক: https://boesl.gov.bd/download/5175.00231.2023.00

অনলাইনে আবেদন করার পর আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার/টেস্ট প্রদানের জন্য নিম্নলিখিত তারিখ, সময় ও স্থানে উপস্থিত থাকতে হবে:

  • তারিখ: ০৯ অক্টোবর, ২০২৫, বৃহস্পতিবার
  • সময়: সকাল ১০:০০ টা
  • স্থান: বোয়েসেল (৭ম ফ্লোর-৭০৩ নম্বর রুম), প্রবাসী কল্যাণ ভবন, ৭১-৭২, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০।

সাক্ষাৎকারের সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে:

  • ৪ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি (ব্যাক গ্রাউন্ড সাদা)
  • মূল পাসপোর্ট (একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনুন) ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ৫ সেট রঙিন ফটোকপি
  • শিক্ষাগত/অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
  • বর্তমানে কর্মরত অফিসের পরিচয়পত্র/হাজিরা কার্ড (যদি থাকে)
  • ভোটার আইডির কপি

নির্বাচিত কর্মীদের বোয়েসেল-এর সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, ১৫% ভ্যাট, বোয়েসেল-এর রেজিস্ট্রেশন ফি, স্মার্টকার্ড ফি, ওয়েজ আর্নার্স কল্যাণ ফি এবং মেডিকেল টেস্ট ফি বাবদ সমুদয় খরচ জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। তবে, পিডিও প্রশিক্ষণ ফি ৩০৫ টাকা ও ফিঙ্গার প্রিন্ট ফি ২০০ টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে

চাকরির শর্তাবলি: দৈনিক ০৮ (আট) ঘন্টা ডিউটি, সপ্তাহে ০৬ (ছয়) দিন এবং ওভারটাইম (স্বেচ্ছাধীন)। চাকরির চুক্তি ০৩ (তিন) বছর (নবায়নযোগ্য)। নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াত ব্যবস্থা করা হবে। চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ