বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক প্রধান কর্মকর্তা পদে জনবল নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমে অভিজ্ঞতাসহ অর্থ/আর্থিক প্রতিষ্ঠান বা কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স ২০ অক্টোবর ২০২৫ তারিখে সর্বোচ্চ ৬২ (বাষট্টি) বছর হতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের জীবন-বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা/পেশাগত সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং যোগাযোগের বিস্তারিত ঠিকানাসহ সাদা কাগজে লিখিত আবেদনপত্র সভাপতি, বিএফআইইউ এর প্রধান কর্মকর্তা নিয়োগ সংক্রান্ত কমিটি বরাবর হার্ডকপি অথবা সফটকপি (সর্বোচ্চ ১০ এমবি) নির্দিষ্ট ঠিকানায় বা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ইমেইলে প্রেরণ করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
পরিচালক (বিএফআইইউ), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, দ্বিতীয় সংলগ্নী ভবন, ১২ তলা, মতিঝিল, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ:
আবেদনপত্র ২০ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৬:০০টার মধ্যে পৌঁছাতে হবে।
বিশেষ দ্রষ্টব্য:
নিয়োগটি চুক্তিভিত্তিক হবে এবং শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ